photo

আপনার ব্যবসার জন্যে ওয়েবসাইট কেনো দরকার

আপনার ব্যবসাটি একটি লোকেশনে অবস্থিত যা ওই এলাকার বা আশে পাশের দুই একটা এলাকার পরিচিত। কিন্তু বর্তমানে যে যেখানেই বসবাস করুন না কেন মোটামোটি সবাই কিন্তু অনলাইনে সংযুক্ত। সেটা হতে পারে ফেইসবুক বা কোন কিছু প্রয়োজন হলে গুগলে সার্চ দেয়া, ইত্যাদি।

সেক্ষেত্রে আপনার ব্যবাসার যদি কোন তথ্য বা আপনার পন্যটির তথ্য দেয়া থাকে অনলাইনে সেক্ষেত্রে যে কেউ আপনার পন্যটির সম্বন্ধে অনলাইন থেকে জেনে গেল এবং চাইলে সে অনলাইনে পণ্যটি ক্রয় ও করতে পারবে। আর এইসব তথ্য দিয়ে যেটি সাজানো হয় সেটাই হল ওয়েবসাইট। ওয়েব সাইট অনেক ধরনের হতে পারে। যেমনঃ

১. ব্যবসার জন্য: ইকমার্স ওয়েবসাইট

২. অফিসের জন্য: কর্পোরেট ওয়েবসাইট

৩. পার্সোনাল ওয়েবসাইট

৪. স্কুল কলেজের জন্য: এডুকেশন ওয়েবসাইট

৫. অনলাইন নিউজ পেপারের জন্য: অনলাইন নিউজ পোর্টাল, ইত্যাদি।

আপনার ব্যবসার অথবা অফিসের ওয়েবসাইট থাকলে বা না থাকলে কি কি সুবিধা তা আমি উল্লেখ করার চেষ্টা করব-

ওয়েবসাইট থাকার সুবিধাসমূহঃ

১. পৃথিবীর যেকোন স্থান থেকে আপনার বিজনেসের/ আপনার পন্যের ইনফরমেশন সার্চ করলেই পেয়ে যাবে।

২. যেকেউ আপনার প্রোডাক্ট অনলাইনে অর্ডার করতে পারবে।

৩. আপনার বিজনেস দিন দিন প্রসার হতে থাকবে।

৪. বর্তমান যুগে ৮০% মানুষ সোশ্যাল নেটওয়ার্কিং এ জড়িত তারা সবাই আপনার ওয়েবসাইট সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে ভিজিট করতে পারবে।

৫. প্রোডাক্টের কম্পিটিটর বাড়বে এবং নতুন নতুন আইডিয়া বের হবে। ইত্যাদি।