photo

আপনি কেনো ডিজিটাল মার্কেটিং শিখবেন

যারা ডোর টু ডোর সেল করেন, বা ডিলার ডিস্ট্রিবিউশন মডেলে সেল করেন, তারা যদি ডিজিটাল মার্কেটিং না শিখেন, আগামী ৫ বছর পর যে কি মহাবিপদে পড়বেন, কল্পনাও করতে পারবেন না। কারণ?

১। ১০% কোম্পানি ইতিমধ্যে ডিজিটালে শিফট হয়েছে, ২০% কোম্পানি প্রসেসিং এ আছে।

২। কোম্পানিগুলো তাদের মোট বিনিয়োগের ৪০ শতাংশ ব্যয় করেছে ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্যে।

৩। ডিজিটাল ট্রান্সফরমেশনের কারনে এফিসিয়েন্সি বেড়েছে ৪০%, দ্রুততা বেড়েছে ৩৬%।

৪। স্টার্ট আপ কোম্পানিগুলোর মাঝে ৫৫% কোম্পানিই ডিজিটাল মার্কেটিং ফলো করছে।

৫। ৮৯% কোম্পানি এখন আর ট্রেডিশনাল মার্কেটিং খাতে ইনভেস্ট করছে না।

৬। ৬৫% কোম্পানি ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজির উপর আস্থা এনেছে ও ভালো ফল পাচ্ছে।

৭। ৭% কোম্পানি পুরোপুরি ডিজিটালি শিফট করেছে। তাদের কর্মী সংখ্যা ট্রেডিশনাল কোম্পানি থেকে ৭৮% কম।

৮। ২৭% কোম্পানি বলছে, ডিজিটাল মার্কেটিং ছাড়া তারা বাজারে টিকতে পারছে না।

৯। ৬৬% কোম্পানি কাস্টমারের সাথে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ না করায়, তাদের সাথে কাস্টমারের দূরত্ব তৈরি হচ্ছে।

১০। ৫৬% সিইও বলছেন, ডিজিটাল ট্রান্সফরমেশন ছাড়া বিজনেস ডেভলপমেন্ট পজিবল না।

১১। ডিজিটালি মার্কেটিংয়ে ট্রান্সফার হওয়া কোম্পানিগুলো তাদের কম্পিটিটরদের চেয়ে ৬৪% এগিয়ে।

১২। ডিজিটাল মার্কেটারের বেতন ৭৮% বাড়ছে, ট্র্যাডিশনাল মার্কেটারের গ্রোথ ৭%।

১৩। ৬৪% লোক কেনাকাটা করার আগে, অনলাইনে চেক করে।

১৪। ৮২% কাস্টমার মনে করে, টাকার চেয়ে সেবা পাওয়াটা বড়, তারা হেসেল নিতে চায় না।

- আপনি যদি এটা না শিখেন, না জানেন, তাহলে আপনি যে পিছিয়ে পড়বেন, এই নিয়ে কোন সন্দেহ নাই। কাজেই সময় থাকতে সতর্ক হওয়া বা জেনে নেয়া, শিখে নেয়াটাই বোধহয় বুদ্ধিমানের কাজ হবে।