photo

কি কি কাজে গ্রাফিক্স ডিজাইন ব্যবহৃত হয়

গ্রাফিক্স ডিজাইন ছাড়া কোন প্রকার বিজ্ঞাপন কল্পনা করা যায় না। ব্যবসা-বাণিজ্যের প্রতিটা সেক্টরে গ্রাফিক্স ডিজাইন ওতোপ্রোতোভাবে জড়িয়ে আছে। সেই কাজ গুলির কিছু তুলে ধরার চেষ্টা করছি :

★ কোম্পানির ব্র্যান্ড।

★ পরিচয় বা লোগো তৈরি।

★ প্রিন্টেড করা জিনিস (বই, নিউস পেপার, ম্যাগাজিনে)।

★ অ্যালবাম কভার তৈরি।

★ ব্যানার বিজ্ঞাপন তৈরি।

★ Digital advertisement তৈরি করার সময়।

★ বিভিন্ন ব্লগ এবং ওয়েভসাইট।

★ পানির বোতলে থাকা ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন ভোগ্যপণ্য তে থাকা ডিজাইন।

★ অনলাইন এবং টিভি তে ব্যবহার করা গ্রাফিক্স।

★ টাইটেল।

★ বিভিন্ন GREETINGS CARDS এ।

★ বিয়ের ইনভাইটেশন কার্ড এ।

★ টি শার্ট এবং জামা কাপড় ডিজাইন করার সময়।

★ অ্যানিমেশন বানানোর সময়।

★ বিজনেসের ভিজিটিং কার্ড বানানোর সময়।

এ ছাড়া আরো অনেক অনেক কাজ রয়েছে, যেখানে গ্রাফিক্স ডিজাইনিং এর কাজের প্রয়োজন।
আপনি চাইলে আপনার পুরো বিজনেসের ডিজিটালাইজড এর দায়িত্ব Monoputo কে দিতে পারেন। আপনার বিজনেসের আইটি সংক্রান্ত সকল বিষয় নিখুঁতভাবে পরিচালনা করার জন্য মনোপুতো সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাআল্লাহ।

বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা পেইজের ইনবক্সে ম্যাসেজ করুন অথবা কল করুন মনোপুতো লাইনে 01792395969 অথবা ভিজিট করুন আমাদের অফিস।