photo

অনলাইন ব্যবসা শুরুর আগে দরকারি কিছু পরামর্শ

আজকাল বাংলদেশে অনলাইন ব্যবসা খুবই জনপ্রিয়।অনলাইনে ব্যবসা চালানোর সাথে অনেক কাজ জড়িত। আপনার অনলাইন ব্যবসা চালানোর জন্য আপনাকে সর্বোত্তম পন্থাটি বেছে নিতে হবে। এক্ষেত্রে কোন শর্টকাট নেই এবং শুরু করার পূর্বে আপনাকে প্রচুর পড়ালেখা করে নিতে হবে। অনলাইন ব্যবসা চালানোর কিছু দরকারি পরামর্শ দেয়া হলো:

নিজের আগ্রহকে বিবেচনা করুন:

আপনার উচিত নিজের আগ্রহ অনুযায়ী অনলাইন ব্যবসা পছন্দ করা। কারণ শুধু মুনাফা অর্জনের চেয়ে আপনি যদি আপনার ব্যবসায় আগ্রহী হোন তাহলে সেটার সফল হবার সম্ভাবনা অনেক বেশী। যখন আপনি আপনার আগ্রহ নির্ধারণ করবেন তখন আপনার উচিত যেই পণ্য আপনি বিক্রি করবেন সেটার মার্কেটে চাহিদা কেমন সেটা দেখা। যদি সেটার বেশি চাহিদা থাকে তাহলে আপনার সফল হবার সম্ভাবনাও বেশি।

অনলাইন মার্কেটের প্রতিযোগিতা যাচাই করা:

আপনার অনলাইন ব্যবসা সফল হবার সম্ভাবনা বেশি থাকবে যদি আপনার পণ্যটির বেশি চাহিদা এবং কম প্রতিযোগিতা থাকে। আপনি যেই ব্যবসা শুরু করতে চান সেটার যদি আগে থেকেই কঠিন প্রতিযোগিতা থাকে তখন আপনার এমন কৌশল অবলম্বন করতে হবে যেটা আপনার ব্যবসাকে অন্য সবার থেকে আলাদা করে দিবে। আপনার নিজের ব্যবসাকে আকর্ষণীয় পদ্ধতিতে উপস্থাপন করতে হবে। একটি কার্যকর ব্যবসার পরিকল্পনা বানান অনলাইনে ব্যবসা শুরু করা গতানুগতিক ইট পাথরের ব্যবসা শুরু করার চেয়ে সহজ।

বৈধতা পরীক্ষা করা:

কিছু কিছু দেশে অনলাইনে ব্যবসা শুরুর পূর্বে আপনাকে লাইসেন্স নিতে হবে। নিজের এলাকার আইনি কাজগুলো করে নিতে হবে যেন আপনার দ্বারা কোন আইন ভঙ্গ না হয়।

বিজ্ঞাপন পদ্ধতি:

ক্রেতার কাছে আপনার পণ্য বিক্রি বৃদ্ধির জন্য আপনাকে আকর্ষণীয় বিজ্ঞাপন নিয়ে আসতে হবে। অনলাইন বিজ্ঞাপন খুবই শক্তিশালী অস্ত্র কিন্তু আপনাকে সেটার অপব্যবহার থেকে দূরে থাকতে হবে।

ব্যবসার সময় নির্ধারণ:

আপনার ব্যবসার জন্য রেগুলার একটা নির্দিষ্ট সময় থাকা উচিত। নিজের ব্যবসাকে নিজের উপার্জনের উৎস হিসেবে বিবেচনা করবেন শখ হিসেবে নয়।আপনার উচিত ব্যবসার সকল নিয়ম মেনে চলা বিশেষত যখন বিষয়টা ব্যবসার সময় নিয়ে।

যোগাযোগের ঠিকানা:

আপনার ক্রেতারা যেন আপনার সাথে সহজে যোগাযোগ করতে পারে সেজন্য আপনার উচিত যোগাযোগের ঠিকানা দেয়া।বর্তমান সময়ে গুগল ম্যাপে কেন জায়গা খুজে বের করা খুব সহজ এবং মানুষ সেটা বিশ্বাস করে। আর কোন চিন্তা না করে এখনই গুগল প্লাসে একাউন্ট খুলুন এবং নিজের ঠিকানা দিন। এতে আপনার জন্য আপনাকে খুজে বের করা খুব সহজ হবে। এছাড়া আপনি যোগাযোগের জন্য আরও কিছু মাধ্যম দিতে পারেন।