photo

কাষ্টমারের দৃষ্টি আকর্ষণ

এড যদি প্রথমেই কাস্টমারের দৃষ্টিতে আটকে না যায়, তাহলে সেল করা কঠিন হয়ে যায়। একটা পরীক্ষায় দেখা গেছে যে, ৮০% মানুষ একটা জিনিস ছবি দেখে মনে রাখে আর ২০ % মানুষ মনে রাখে কোন কিছু পড়ে, এখান থেকে কিছুটা বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ আপনার প্রোডাক্টের ছবি।

আপনি হয়তো হাজার হাজার টাকার বুস্ট করছেন, ফেসবুকের ডিউটি কিন্তু আপনার প্রোডাক্ট সেল করিয়ে দেয়া না, সে শুধু আপনার প্রোডাক্ট মানুষকে দেখাবে, এখন মানুষ দেখলো তারপর যদি সেটা কেউ পছন্দ না করে সেটার জন্য দায়ী কিন্তু ফেসবুক না, দায়ী আপনার ফটোগ্রাফি।

ফেসবুক এডে কন্টেন্টের মানের উপরও পয়েন্ট আছে, যেটাকে "Content quality" বলা হয়ে থাকে। সেখানে আপনি যদি লো রেজুলেশন এবং ভালো মানের ছবি আপলোড না করেন তাহলে আপনার পয়েন্ট কমে যাবে এবং আপনার এড ভালো পারফর্ম করবে না, এমন কি এড রিজেক্টও হতে পারে।

অনলাইনে আমরা শুধু দেখেই প্রোডাক্ট কিনি, ছুঁয়ে নয়।
অনলাইনে যখন কেউ প্রোডাক্ট কেনে তখন সে শুধু দেখেই কেনে, শপিং মল থেকে অনলাইনে সেল করার ব্যাপারটা অনেক পার্থক্য কারণ, সেখানে কাস্টমার দেখে শুনে বুঝে একটা প্রোডাক্ট নিতে পারে।

আপনি যখন কোন দোকানে যান কোন কিছু কিনতে তখন দেখবেন দোকানে কতগুলা লাইট জ্বলে, তার মানে কি? যেখানে দেখে, ছুয়ে, বুঝে একটা প্রোডাক্ট কেনার ব্যাপার থাকার পরও লাইটিং টা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সেখানে শুধু দেখে কেনার অনলাইনের জায়গাটাতে আমরা লাইটিং এর উপর কোন গুরুত্ব দিচ্ছি কি? তারমানে কিন্তু ঐ দৃষ্টি আকর্ষণ।

আপনি চাইলে আপনার পুরো বিজনেসের ডিজিটালাইজড এর দায়িত্ব Monoputo কে দিতে পারেন। আপনার বিজনেসের আইটি সংক্রান্ত সকল বিষয় নিখুঁতভাবে পরিচালনা করার জন্য মনোপুতো সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাআল্লাহ।

বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা পেইজের ইনবক্সে ম্যাসেজ করুন অথবা কল করুন মনোপুতো লাইনে 01792395969 অথবা ভিজিট করুন আমাদের অফিস।