photo

Affiliate marketing

অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে মুক্ত বাজার ব্যবস্থা, যা হলো অনলাইলের মাধ্যমে অন্য আরেকজনের মাল বা প্রোডাক্ট বিক্রয় করা। যেমন আমার একটি মোটরসাইকেল আছে, সেটা কমিশনের মাধ্যমে অন্য একজন ব্যক্তির মাধ্যমে মুক্ত বাজারে বিক্রয় করে দেয়া। যাতে করে প্রডাক্টটি বিক্রয় করে দু’জনেই লাভবান হতে পারে। আর বর্তমানে সময় অনেক ধরণের মার্কেট প্লেস রয়েছে, যার মাধ্যমে অনায়াসে এক স্থানের পণ্য অন্য স্খানে সহজে বিক্রয় করা যায়। আর বর্তমানে যে মার্কেটপ্লেসগুলো আছে তারা ফিজিক্যাল ও ডিজিটাল প্রোডাক্ট অ্যাফিলিয়েট মার্কেটারদের প্রমোশনের মাধ্যমে তাদের পণ্য বিক্রয় করার সুয়োগ দিয়ে থাকে। বর্তমানে অন্যতম মার্কেটপ্লেস গুলোর মধ্যে হচ্ছে আমাজান অ্যাফিলিয়েট মার্কেটপ্লেস। এই মার্কেটপ্লেসের মাধ্যমে অ্যাফিলিয়েট প্রোগ্রাম, ক্লিক ব্যাংক, শেয়ার, সিপিএ, অ্যাম্পায়ার, সেল, জংশন ইত্যাদি উল্লেখযোগ্য।

আপনি চাইলে আপনার পুরো বিজনেসের ডিজিটালাইজড এর দায়িত্ব Monoputo কে দিতে পারেন। আপনার বিজনেসের আইটি সংক্রান্ত সকল বিষয় নিখুঁতভাবে পরিচালনা করার জন্য মনোপুতো সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাআল্লাহ।

বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা পেইজের ইনবক্সে ম্যাসেজ করুন অথবা কল করুন মনোপুতো লাইনে 01792395969 অথবা ভিজিট করুন আমাদের অফিস।