photo

এড অবজেক্টিভ সম্পর্কে ক্লিয়ার না থাকা

আমাদের দেশে এড অবজেক্টিভ চলে প্রোডাক্ট অথবা বিজনেস অনুযায়ী না, ট্রেন্ড অনুযায়ী। সবাই এটা করছে, তাহলে আমিও এটা করবো৷ একবারও ভাবার চিন্তা করছি না যে, এটা আমার বিজনেসের জন্য উপযুক্ত কি না।

আমি যে কারণে এডটা চালাতে চাচ্ছি, সেটা সফল হবে কি না। আপনাকে প্রথমে চিন্তা করতে হবে, আপনি কি কারণে ফেসবুকে এডটা চালাচ্ছেন। আপনি কি আপনার ওয়েবসাইটের ট্র্যাফিক বাড়াতে চাচ্ছেন? আপনি কি সেল বাড়াতে চাচ্ছেন অথবা সরাসরি লিড চাচ্ছেন আপনার ল্যান্ডিং পেইজ থেকে না কি আপনি এমন কিছু করতে চাচ্ছেন, যার ফলে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস দ্রুত সেল হবে? (ফেসবুকে সরাসরি পোস্টের মাধ্যমে আমরা যেটা করে থাকি)
তাই এড দেওয়ার আগে আপনি অথবা আপনার টিম এক সাথে বসে আলোচনা করে ঠিক করুন, আপনি কি চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন, ম্যাসেজ চাচ্ছেন কিন্তু সেটা এঙ্গেজমেন্ট এডে ম্যাসেজ বাটন যোগ করে এরপর চাচ্ছেন, তাহলে লাইক, কমেন্টও আসলো আবার ম্যাসেজও আসলো, এভাবে চিন্তা করা যাবে না।
যদি ম্যাসেজ চান তাহলে ম্যাসেজ অবজেক্টিভে এড চালালেই ভালো হবে।

চাচ্ছেন রিচ হোক, আপনার এডের কন্টেন্ট দেখে ক্রেতা আপনাকে কল করবে অথবা অন্যভাবে যোগাযোগ করবে, তাহলে রিচের এড চালান, ম্যাসেজের না, ম্যাসেজের এডে এমনিতেই কম রিচ হয়।
বুঝতেই পারছেন এড অবজেক্টিভ ঠিক মত দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।

আপনি চাইলে আপনার পুরো বিজনেসের ডিজিটালাইজড এর দায়িত্ব Monoputo কে দিতে পারেন। আপনার বিজনেসের আইটি সংক্রান্ত সকল বিষয় নিখুঁতভাবে পরিচালনা করার জন্য মনোপুতো সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাআল্লাহ।

বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা পেইজের ইনবক্সে ম্যাসেজ করুন অথবা কল করুন মনোপুতো লাইনে 01792395969 অথবা ভিজিট করুন আমাদের অফিস।