photo

শুধু সেল এর জন্যে এড হচ্ছেনা তো ?

ফেসবুক এডের অনেক ভুলের মাঝে অন্যতম একটি ভুল হলো, শুধু সেল করার জন্য ফেসবুকে এড দেওয়া। বিষয়টি টা এমন যে, একজন সেলসম্যান প্রতিদিন আপনার বাসার কলিংবেল টিপে আপনাকে মারাত্মকভাবে বিরক্ত করে এটা জেনেও যে, আপনি প্রোডাক্ট টি কিনতে আগ্রহী না।

তাই শুধু সেল এড না দিয়ে, বিভিন্নভাবে এড এর সাথে কিভাবে কাস্টমারকে কানেক্ট করা যায়, সেটা ভাবুন, প্রোডাক্ট বা সার্ভিস সেলের কথা না বলে সমস্যা সমাধান নিয়েও এড হতে পারে।

শুধুমাত্র বুস্ট আপনার সেলের একমাত্র কারণ হলে হবে না। কাস্টোমারের সাথে সম্পর্ক, আপনার কোম্পানির বিশ্বাসযোগ্যতা, আপনার কোম্পানির ভ্যালু, আপনার কোম্পানিকে নিয়ে অন্য ক্রেতারা কি চিন্তা করছে সেগুলো সবকিছু প্রেজেন্ট করতে হবে আপনার ক্লায়েন্টের কাছে।

আপনি চাইলে আপনার পুরো বিজনেসের ডিজিটালাইজড এর দায়িত্ব Monoputo কে দিতে পারেন। আপনার বিজনেসের আইটি সংক্রান্ত সকল বিষয় নিখুঁতভাবে পরিচালনা করার জন্য মনোপুতো সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাআল্লাহ।

বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা পেইজের ইনবক্সে ম্যাসেজ করুন অথবা কল করুন মনোপুতো লাইনে 01792395969 অথবা ভিজিট করুন আমাদের অফিস।