photo

টার্গেট অডিয়েন্স কিভাবে ঠিক করবেন

টার্গেট ছাড়া এড দিলে সেখানে লাভ হবে, এমনটা বলা বেশ কঠিন। সব থেকে ভালো হয়, ইতোমধ্যে আপনার পেইজে লাইক দেওয়া লোকগুলোকে টার্গেট করতে পারলে। কারণ, যারা লাইক দিয়েছে, তারাই আপনাকে একটু অথবা অনেক ভালো করে চিনে, তাই তাদেরই ক্রেতা হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

✴✴ ফেসবুক এডে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ :

🔶 লক্ষ্য অনুযায়ী এড দেওয়া :

আপনার চাওয়া অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়ুক নাকি আপনার পেইজের লাইক? এখানে প্রতিটির আলাদা আলাদা গুরুত্ব আছে। আপনি যদি চান আপনার একটা পোস্ট অনেকে দেখুক বা লাইক দিক, কমেন্ট করুক আর করলেন লাইকের বুস্ট তাহলে কিন্তু হবে না। তাই ফেসবুক এড ম্যানেজারে চমৎকার একটা অপশন আছে, আপনি কি জন্য এড দিবেন। সেই অনুযায়ীই আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে।

🔶 যে ধরনের এড দিয়ে শুরু করলে ভালো হবে :

একদম নতুন ফেসবুকে প্রথম বুস্ট করাবেন? বুঝছেন না যে কী ধরনের এড দিবেন। তাহলে পরামর্শ হলো লাইকের এড দিয়ে শুরু করুন। তবে কিছু বিষয় মনে রাখতে হবে, এখানে লাইকের বুস্ট করার আগে লক্ষ্য রাখবেন আপনার পেইজ একদম ফাঁকা কি না, কারণ একদম ফাঁকা পেইজে সাধারণত আশানুরূপ লাইক আসে না। লাইকের এড দেওয়ার সময়ও আপনি টার্গেট করে দিবেন, কারা আপনার পেইজ লাইক দিবে। আপনি ইচ্ছা করলে অনেক লাইক নিয়ে আসতে পারেন কিন্তু সেই লাইকে কোনো লাভ হবে না। তাই টার্গেট করে লাইক আনুন।

🔶 কল টু অ্যাকশন দিন :

পেইজের কল টু অ্যাকশন ঠিকমতো দিন, এড দেওয়ার আগে এটা বেশ গুরুত্বপূর্ণ। আপনি একটা পোস্ট দিলেন, সেটা কেউ দেখলো, দেখার পর কিছু জানার থাকতে পারে। তাহলে সে কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে? সেটা পেইজে ঠিক করে রাখতে হবে।

✴✴ আপনি চাইলে আপনার পুরো বিজনেসের ডিজিটালাইজড এর দায়িত্ব Monoputo কে দিতে পারেন। আপনার বিজনেসের আইটি সংক্রান্ত সকল বিষয় নিখুঁতভাবে পরিচালনা করার জন্য মনোপুতো সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাআল্লাহ।

বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা পেইজের ইনবক্সে ম্যাসেজ করুন অথবা কল করুন মনোপুতো লাইনে 01792395969 অথবা ভিজিট করুন আমাদের অফিস।