photo

অনলাইন বিজনেসে কোয়ালিটি নাকি কোয়ান্টিটি কোনটার দিকে বেশি মনোযোগ দেয়া প্রয়োজন

আপনার একটা এডে ৫০০ ম্যাসেজ আসলো আর সেল হলো ২ টা। অনেকে গর্ব করে বলে, আমার এডে শত শত ম্যাসেজ এসেছে, জানতে চাই সেল এলো কত, কোন উত্তর পাওয়া যায় না। আরেকটা এডে ৫০টা ম্যাসেজ কিন্তু সেল ১৫-২০টা। কোনটা হ্যাপি করবে আপনাকে? আমার মনে হয় ২ নাম্বার টা, তাই না? তাহলে ম্যাসেজ কত এলো এটা নিয়ে চিন্তা করে লাভ হচ্ছে কি? ভালো মানের ম্যাসেজ কত এলো এটা নিয়ে চিন্তা করেন, না এলে কি করা যায় সেটার সমাধান নিয়ে চিন্তা করতে হবে। আপনার অডিয়েন্স বড় হলে, কন্টেন্টে প্রোডাক্টের প্রাইস না দিলে ম্যাসেজ এমনি ই বেশি আসবে, প্রতি ম্যাসেজে খরচ এমনি ই কম হবে? লাভ কি হবে? "Hi" "Hello" "Nice" "Beautiful" ইত্যাদি ম্যাসেজ ই বেশি দেখা লাগবে আপনার।

আপনি চাইলে আপনার পুরো বিজনেসের ডিজিটালাইজড এর দায়িত্ব Monoputo কে দিতে পারেন। আপনার বিজনেসের আইটি সংক্রান্ত সকল বিষয় নিখুঁতভাবে পরিচালনা করার জন্য মনোপুতো সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাআল্লাহ।