photo

ফেসবুক মার্কেটিং এর নির্ভরতা

অনলাইন বিজনেস মানেই আমরা কেন যেন মনে করি, ফেসবুক নির্ভর বিজনেস। বাংলাদেশের প্রায় সকলের ধারণা, ফেসবুকই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় অনলাইন বিজনেস প্লাটফর্ম।

বাংলাদেশে ফেসবুক আসার পর থেকেই অনেক অনেক জনপ্রিয়। শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই ফেসবুক জনপ্রিয়, তবে তা সোশ্যাল মিডিয়া হিসেবে। বিজনেস প্লাটফর্ম হিসাবে অতটা জনপ্রিয় নয়, যতটা আমরা ফেসবুকের উপর নির্ভরশিল। বাংলাদেশের প্রেক্ষাপটে বিজনেসের জন্য কেন ফেসবুক এতটা জনপ্রিয় তার কিছু কারণ নিচে তুলে ধরা হলো :

১। ফেসবুকে অনেক মানুষের একাউন্ট। কমবেশি গ্রাম থেকে শহর, সবজায়গায়ই ফেসবুকের ব্যবহার। সহজেই সবাইকে এক জায়গায় পাওয়া যায়। তাই এটাই সব থেকে ভালো প্লাটফর্ম হিসাবে মনে করা।

২। গুগল এড, এস ই ও ইত্যাদি সম্পর্কে আমাদের ধারণা কম, বিশেষ করে লোকাল ভাবে যারা বিজনেস করছে। তারা অনেকেই রিস্ক নিতে চায় না, কারণ অন্যরা তো ফেসবুকেই মার্কেটিং করছে, তাহলে আমি কেন করবো না।

৩। ফেসবুককে একমাত্র অনলাইন বিজনেস প্লাটফর্ম হিসেবে মনে করা। বলা যায়, অবচেতনভাবেই মানুষের মনে গেঁথে গেছে যে, ফেসবুকই অনলাইন বিজনেসের একমাত্র বা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম।

আপনি চাইলে আপনার পুরো বিজনেসের ডিজিটালাইজড এর দায়িত্ব Monoputo কে দিতে পারেন। আপনার বিজনেসের আইটি সংক্রান্ত সকল বিষয় নিখুঁতভাবে পরিচালনা করার জন্য মনোপুতো সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাআল্লাহ।

বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা পেইজের ইনবক্সে ম্যাসেজ করুন অথবা কল করুন মনোপুতো লাইনে 01792395969 অথবা ভিজিট করুন আমাদের অফিস।

Office Address :
Confidence Tower, Building-2, 7D, 7th Floor, Shahjadpur Bus-Stand, Gulshan, Dhaka-1212.

Hotline : 01792-395969

Email : Info@monoputo.com