photo

ফেসবুক বিজ্ঞাপন কি এবং কেনো

ফেসবুক বিজ্ঞাপন হচ্ছে, ফেসবুকের মাধ্যমে আপনার পন্য বা সার্ভিসের প্রচারণা আপনার বর্তমান ও সম্ভাব্য টার্গেট কাস্টমারকের কাছে পৌঁছে দেয়া বা প্রচার করা। অর্থাৎ ফেসবুক বিজ্ঞাপন হলো, কোন ব্যবসা, পন্য বা ব্যক্তিগত যে কোন ধরনের সার্ভিসের প্রচারণা ফেসবুকে টাকা দিয়ে প্রচার করা।

সুবিধা:

আমাদের দেশে অনেকের কাছে এখনো ইন্টারনেট মানেই ফেসবুক। আমরা সবাই প্রতিদিন কিছু না কিছু সময় ফেসবুকে ব্যয় করি। অধিক সংখ্যক ফেসবুক ব্যবহারকারীর কারণে ফেসবুক পেজের মাধ্যমে পণ্য বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায়। আজ কাল ব্যনার, সাইবোর্ড, বিলবোর্ড পেপার বা টিভি বিজ্ঞাপন থেকে ফেসবুক বিজ্ঞাপন অনেক বেশী গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় হয়ে উঠছে। কারণ – এতে কম খরচে অধিক ফল পাওয়া যায়।

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিশেষ করে ফেসবুকের ব্যাপক প্রসারের কারণে প্রায় সব মানুষ ই একে অপরের সাথে যুক্ত তাই বিপণন কৌশলের ও ব্যাপক পরিবর্তন হয়েছে। সরকারি-বেসরকারি ছোট, বড় কিংবা স্টার্টআপ সকল প্রতিষ্ঠানের জন্যই অনলাইন উপস্থিতি এবং প্রচারণা বর্তমান সময়ে ব্যবসায়িক সাফল্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ফেসবুকে মানুষ লাইক বা কমেন্ট দিতে পছন্দ করে। এ কারণে নিজের বিজনেস পেজে ফেসবুক ব্যবহারকারীদেরকে engage করা বা interaction বাড়ানোর ক্ষেত্রে ফেসবুক অন্য যে কোন মাধ্যম থেকে বহুগুণে এগিয়ে।

ফেসবুকে ক্রেতা পণ্য ক্রয়ের জন্য কমেন্ট বা ইনবক্স মেসেজ করে থাকেন। ক্রেতার জন্য পণ্য অর্ডার করা প্রক্রিয়াটি খুবই সহজ, একই ভাবে বিক্রেতার জন্য অর্ডার প্রসেস করার কাজটিও সহজ।

ফেসবুক পেজে আপনার বিজনেস সম্পর্কিত বিভিন্ন কনটেন্ট, ডিজাইন, ভিডিও আপলোড করে অনায়েশেই সম্ভাবনাময় ক্রেতাদের আকৃষ্ট করা যায়। আপনার ব্যবসাকে সচল রাখতে এগুলো খুবই কার্যকর।