photo

ফেসবুক বিজনেস পেইজ তৈরি করা

আমরা সকলেই জানি ফেইসবুক বিজনেস পেইজ তৈরি করার জন্য প্রথমেই প্রয়োজন একটি ফেইসবুক আইডি।আমাদের মাঝে অনেক লোক আছেন যারা আকাশ, বাতাস, নিলপরী, লালপরী ইত্যাদি নাম দিয়ে আইডি তৈরি করে ফেলেন, কিন্তু এই ভুল কাজ করা একদম ঠিক না। আমরা চেষ্টা করবো আমাদের সঠিক তথ্য গুলো ফেইসবুকে উপস্থাপন করার জন্য। এতে করে আপনার, আমার, আমাদের ফেইসবুক ব্যবসার প্রসার হওয়ার সম্ভবনা অনেক বেশি হবে।

আইডি তৈরি করার পর এখন আপনি তৈরি করে নিতে পারেন একটি ফেইসবুক বিজনেস পেইজ।
বিজনেস পেইজ তৈরি করার জন্য আমরা চেষ্টা করবো একটি ইউনিক নাম ব্যবহার করতে। একটি ইউনিক নাম আপনার বিজনেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিজনেস ক্যাটাগরি অবশ্যই আপনার বিজনেস এর সাথে মিল রাখতে চেষ্টা করবেন।

কিভাবে একটি বিজনেস পেইজকে প্রোফেশনাল করবো?
একটি পেইজকে প্রোফেশনাল করার জন্য পেইজের লোগো, কভার ফটো, থিম নির্বাচন, এবাউট সেকশন সহ পেইজের সকল সেটিংস সুন্দর ভাবে কাস্টমাইজ করে নিতে হবে।

একটি পেইজ তৈরি করার পর পরই আমরা চলে যাব পেইজের উপরের ডান পাশের ইডিট পেইজ ইনফো (Edit Page Info) এই সেকশনে।

Edit Page Info
*Description
*Categories
*Contact
*Website
*Email
*Address
*Hours
*Price Range

Description: বিজনেস সম্পর্কে সংক্ষিপ্ত বিবরন দিতে চেষ্টা করব। এখানে অবশ্যই ২৫৫ ওয়ার্ড এর বেশি লিখবো না।

Categories: বিজনেস রিলেটেড ক্যাটাগরি দিতে চেষ্টা করতে হবে। ক্যাটাগরির উপর ডিপেন্ড করবে কাস্টমার কে বা কারা।

Contact: পেইজে ভ্যালিড ফোন নম্বর ব্যবহার করা প্রয়োজন। এতে কাস্টমারদের সাথে যোগাযোগ স্থাপন সহ সন্তুষ্টি অর্জন করা অনেকগুণ বৃদ্ধি পায়।

Website: যেকোন ব্যবসার জন্য একটি ওয়েবসাইট থাকা খুব জরুরি। একটি ওয়েবসাইট ব্যবসার প্রসার সহ বিক্রয় বৃদ্ধি করে খুব তাড়াতাড়ি। এই সেকশনে ওয়েবসাইট লিংক শেয়ার করতে হবে। এতে করে কাস্টমার সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে।বিঃদ্রঃ আপনি ওয়েবসাইট না তৈরি করে থাকলে ভাল ডেভলাপার দ্বারা একটি ওয়েবসাইট তৈরি করিয়ে নিতে পারেন, এছাড়া আপনি চাইলে আমাদের এখান থেকে একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন।

Email: ব্যবসায়িক ক্ষেত্রে ই-মেইল এর গুরুত্ব আমাদের সকলের জানা আছে। এই সেকশনে একটি ই-মেইল প্রদান করব। এতে করে কাস্টমার ইচ্ছা করলে আমাদের সাথে সরাসরি মেইল এর মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এখানে অবশ্যই একটি ভ্যালিড ই-মেইল এড্রেস ব্যবহার করতে হবে।

Address: ঠিকানা বিহীন কোন কিছুই সুন্দর দেখায় না। আবার এই ঠিকানা যদি হয় ভুল ঠিকানা তাহলে মহা মুস্কিল। এই সেকশনে আমাদের ব্যবসার সুনাম এবং প্রসারের জন্য সঠিক ঠিকানা ব্যবহার করবো। এতে করে কাস্টামার অনেক বেশি পাওয়ার সম্ভবনা রয়েছে।

Hours: যেহুেতু আমরা ভার্চুয়াল জগতে ব্যবসা করছি সেহুেতু এই সেকশন ব্যবসার জন্য খুব প্রয়োজন। আমরা আমাদের সেবা বা অন্যান্য সকল সার্ভিস কখন চালু করি তা এখানে উল্লেখ করা জরুরী, দিনের কয়টা থেকে চালু হবে এবং রাত কয়টায় সার্ভিস অফ হবে, সপ্তাহে কয়দিন সেবা চালু থাকবে ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য এখানে উল্লেখ করতে হয়।

Price Range: এই সেকশনে পণ্যের মূল্য উল্লেখ করতে হয়।

STORY: এই সেকশনে সুন্দর করে ব্যবসার ভিশন, মিশন, সার্ভিস এবং ব্যবসার প্রয়োজনিয় তথ্য যা কাস্টমারদের জানা প্রয়োজন সেগুলো সুন্দর করে গুছিয়ে উল্লেখ করতে হবে।

Username: এখানে পেইজের নাম রিলেটেড একটি ইউজার নেইম ব্যবহার করতে হবে। এতে করে পেইজের জন্য একটি শর্ট ইউনিক লিংক তৈরি হবে। একটি শর্ট ইউনিক পেইজ লিংক ফেইসবুক বিজনেস এর জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়।

বিজনেস পেইজ আকর্ষণীয় করার জন্য শপ সেকশন বা সার্ভিস সেকশন ব্যবহার করা যেতে পারে।
আশাকরি এই পোস্টটি অনুসরণ করে একটি বিজনেস পেইজ তৈরি করতে পারবেন। আপনি চাইলে আমাদের দিয়েও বিজনেস পেইজ তৈরি করিয়ে নিতে পারেন।

আমাদের সেবা সমুহঃ
#ডোমেইন
#হোস্টিং
#ওয়েব ডিজাইন এন্ড ডেভলপমেন্ট
#ডিজিটাল মার্কেটিং
# ব্রান্ডিং সহ ইত্যাদি আইটি সার্ভিস।