photo

ডোমেইন কেনার আগে যে বিষয়গুলো ভালোভাবে জেনে নেবেন

যেখান থেকেই ডোমেইন কিনেন না কেন; কেনার আগে যে বিষয় গুলো ভালো ভাবে জেনে নিবেন-

১. ডোমেইন রেজিস্ট্রশন ফি কতো;
২. প্রতিষ্ঠানের সামগ্রিক অবস্থা;
৩. কন্ট্রোল প্যানেল সম্পর্কিত তথ্য;
৪. প্রতিষ্ঠানটি ডোমেইন এর পুরো কন্ট্রোল আপনাকে দিবে কিনা;
৫. পরবর্তীতে অন্য কোথাও ট্রান্সফার করে নেয়া যাবে কিনা?

উপরের বিষয়গুলো বিবেচনা করে যে কেউ ভালো কোনো প্রতিষ্ঠান থেকে Domain ক্রয় করতে পারেন।

আপনি চাইলে আমাদের কাছ থেকেও ডোমেইন ক্রয় করতে পারেন। আমরা ডোমেইনের ফুল কন্ট্রোল আপনাকে দিয়ে দিব। আমাদের সার্ভিস ভালো না লাগলে আপনি পরবর্তী বছর অন্য যে কোনো প্রতিষ্ঠানে আপনার ডোমেইনটি ট্রান্সফার করতে পারবেন।

আমাদের পেমেন্ট ব্যবস্থা: Cash, Cheque, bKash, Rocket, Bank, PayPal, Master Card etc.

এছাড়া আমাদের দেশেও অনেক ভালো ডোমেইন ও হোস্টিং প্রভাইডার রয়েছে। তাদের থেকেও আপনি সার্ভিস নিতে পারেন। তবে কেনার আগে অবশ্যই যাবতীয় দিকগুলো বিবেচনা করে নিবেন। কারণ আপনার এই ডোমেইনটি শুধু একবছরের জন্য না, এটা আপনার জীবনের স্থায়ী একটি সম্পদ।