photo

অনলাইনে ব্যবসা করতে গেলে যা যা প্রয়োজন

ই-কমার্স বা অনলাইন ব্যবসা করতে গেলে আপনাকে কি কি প্রয়োজন সেটা জেনে রাখুন:

- আপনাকে ফেসবুক সর্ম্পকে বা সোশ্যাল মিডিয়া সর্ম্পকে জানলেই হল তা হলে আপনি সহজেই অনলাইনে বিসনেস করতে পারবেন।

- আপনার প্রতিষ্ঠানের যে প্রোডাক্ট গুলো আছে তা সর্ম্পকে কিছু লেখার কৌশল জানুন এবং এর একটা ভাল ছবি সংগ্রহ করুন।

- দাম সঠিক দিন পারলে ছাড় দেওয়ার ব্যবস্থা করুন।

- সঠিক সময় কাষ্টমারের কাছে ডেলিভারি দেওয়ার কৌশল জানুন।

- সুন্দর সুন্দর কথা বলুন এবং নমনিয়তার সহিত।

- আপনার পণ্যটি যে ভাল সেটি প্রমান করুন।

- কাষ্টমার যাতে বিশ্বাস করে এজন্য আপনাকে একটি প্রিমিয়াম ওয়েব সাইট খুলতে হবে যেটি ইকর্মাস এর জন্য।

- কাষ্টমার যাতে অনলাইনে টাকা লেনদেন করতে পারে এজন্য সব ধরনের ব্যবস্থা করতে হবে।

- প্রতি নিয়ত প্রোডাক্ট এর দাম আপডেট রাখতে হবে।

- প্রথমত ক্ষুদ্র ব্যবসা হলে নিজে করেন পরে বড় হলে লোক নিয়োগ করুন।

- প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা লোক থাকতে হবে।

- ছবি এডিটিং করার সহজ সফটওয়্যার রাখতে হবে।

- প্রোডাক্ট আপলোড করার জন্য একটি ভাল মানের ল্যাপটপ রাখুন।